ক্যামরার সামনের অপরাধ.............!! -------------------------------------------------

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৭:১৭ বিকাল

বাংলাদেশের সাংবাদিকের সংখ্যা কত? তাদের হাতে ক্যামরা কতটি? কতটি অপরাধ তারা কাভার করতে পারেন? কতগুলো অপরাধ ছাপা হয় বা প্রকাশ করা হয়? দেশে ৬৪টি জেলা আছে, ৩০০টি উপজেলা আছে, থানা আছে ৪০০ এর উপরে, ৪৪৯৮টি ইউনিয়ন আছে, গ্রামের সংখ্যা অসংখ্য। এতগুলো স্থানে অপরাধের সংখ্যা কত? আন্দাজ করা যায়!!? যত সম্ভব এর কোন সঠিক পরিসংখ্যান সরকারের কাছেও নাই। মিডিয়ার যদি কোন একটি অপরাধের খবর ছাপা বা প্রকাশ হয়, সারা দেশে মানুষ বিচলিত হয়ে পড়ে, দেশ-বিদেশে সমালোচনার সৃষ্টি হয়। বিশ্বজিত হত্যাকান্ডের পর দেশ-বিদেশের মিডিয়া যেভাবে হৈ-চৈ করেছে, যদি সারা দেশের বাস্তব চিত্র রোজ সে ভাবে প্রকাশ করা হত তাহলে তারা কি করত? দেশ নিয়ে দেশবাসিই কি ভাবত? চোখ বন্ধ করে আপনারা একটু ভাবুনতো? আপনার দেশকে অন্তঃদৃষ্টিতে দেখুন? মনে হবে আমরা আপনারা দোজখে আছি। এহেন পরিস্থিতিতে রাজশাহীর ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর যেভাবে প্রকাশ্যে গুলি করেছে, তা দেখে দেশবাসির অন্তর নাড়া দিয়েছে; সেক্ষেত্রে প্রধান মন্ত্রী সংসদে যদি বলেন, ছাত্রলীগ আত্ম রক্ষার্থে অস্ত্র হাতে নিয়েছে। তখন আপনার কাছে কেমন লাগে?, দেশের জনগনের জান-মাল নিরাপদ মনে হবে? আচ্ছা ছাত্রলীগকে আত্মরক্ষার্থে যদি অস্ত্র হাতে নিতে হয়, তাহলে অন্যদেরকেওতো ছাত্রলীগে হামলা থেকে আত্ম রক্ষার্থে অস্ত্র হাতে নিতে হবে। তখন দেশের অবস্থা কি হবে? পলিশের প্রয়োজন কি ? এবং তাদের কাজ কি?

ছাত্ররাতো পড়া লেখা করবে, তাদেরকে জানের হুমকিতে পড়তে হবে কেন? দেশের র্শীষস্থান থেকে এবং প্রধানমন্ত্রী যখন ছাত্রলীগকে আস্কারা দেন তখন দেশের অবস্থা কেমন হবে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অস্ত্র হাতে যাদের ছবি দেখা গেছে তাদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। যদের ছবি প্রকাশ হয়নি তাদেরকে কে ধরবে? তারা কি অপরাধী নয়?

সরকারকে দলমতের উর্ধ্বে উঠে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ছাত্রদেরকে দলবাজি ও টেন্ডারবাজি থেকে সরিয়ে আনতে হবে, তবে শিক্ষায় সু-ব্যবস্থা ফিরে আসবে।

বিষয়: বিবিধ

৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File